প্রকাশিত: Mon, May 13, 2024 11:25 AM
আপডেট: Fri, May 9, 2025 6:53 PM

[১] হামাস জিম্মিদের মুক্তি দিলে গাজায় আগামীকাল যুদ্ধবিরতি সম্ভব: জো বাইডেন

ইকবাল খান: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, ফিলিস্তিনী সংগঠন হামাস জিম্মিদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব ‘আগামীকালই’ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে। সূত্র: এনডিটিভি

[৩] সিয়াটলে  নির্বাচনি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে জো বাইডেন বলেছেন, হামাস জিম্মিদের মুক্তি দিলে কালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে।

[৪] জো বাইডেন বলেন, ইসরাইল বলেছে এটি এখন হামাসের হাতে। তারা  যদি এটি করতে চায় তবে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব হবে।

[৫] এর আগে বুধবার জো বাইডেন ইসরাইল গাজার জনাকীর্ণ শহর রাফাহ অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন।